• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

দেশে ফিরেছেন বাফুফে সভাপতি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১১
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ওপেন হার্ট অপারেশন পরবর্তী বিশ্রাম ও চিকিৎসার ফলোআপের জন্য গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে উড়াল দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। দীর্ঘ এক মাস পর মঙ্গলবার (১২ মার্চ) সকালে দেশে ফিরে এসেছেন তিনি।

গত বছরের ১৬ ডিসেম্বর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ও বাংলাদেশ ফুটবলের কর্তা। এরপর ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য সফল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরেছিলেন জানুয়ারির ৯ তারিখ।

তারপর থেকে ডাক্তারের পরামর্শে তিনি নিজ বাসস্থানেই বিশ্রাম নিচ্ছিলেন।কাজী সালাউদ্দিনকে তার মেয়ে ও মেয়ের জামাই নিয়ে গিয়েছিলেন জার্মানি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন