• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

সিলেটের বিছানাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান যারা।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২৮৮
সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নুরুল আলম গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি।

সিলেটের গোয়ানঘাট উপজেলার অপরূপ সুন্দর্যের লীলাভূমি সারা বাংলাদেশে এক নামে পরিচিত বিছনাকান্দি পর্যটন স্পট নামে সেই নবগঠিত ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

আগামী ২৮ এপ্রিল নবগঠিত ১৩ বিছনাকান্দি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে জড়িত প্রার্থীরা গ্রামগঞ্জের ইসলামী সভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থানে, চায়ের দোকানে, মাঠে ঘাটে, ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ও পোস্টার শোভা পাচ্ছে। এলাকায় নির্বাচনী হাওয়া বইছে।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহ আলম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবদিন, বৃহত্তর ১নং রুস্তমপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. পাবলু মিয়া, গোয়ানঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও মরহুম আজিজুর রহমান মাস্টারের ছেলে মারুফুল হাসান মারুফ।

জয়নাল আবেদিন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দুই বার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হয়েছেন তিনি।

হেলাল উদ্দিন বিগত বৃহত্তর রুস্তম পুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল, ভোট গ্রহণের তারিখ ২৮ এপ্রিল।
ইউনিয়নের সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৩টি, ভোট কক্ষের সংখ্যা ৪৭টি। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ২৭৭ জন। পুরুষ ভোটার ৮৪১৭ জন, মহিলা ৭৮৬০ জন।

সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করে ভোটারদের কাছে টানতে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

উল্লেখ, ১নং রুস্তমপুর ইউনিয়নকে বিভাজন করে নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ গঠিত হয়।


আরও সংবাদ