বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫), ভ্যানচালক মো. মনি (৪৫)। তারা তিনজনই রামপালের বাসিন্দা।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের ২ যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সারাফাহ হোসেন ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে