• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

কবিতা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৪৩১
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অহংকারী
    উম্মে কুলসুম মুন্নী

অহংকারী  ! নিজেকে সংযত করো !
নেমে এসো, নেমে এসো,
অহংকারের মগ ডাল থেকে,
 শীঘ্রই নেমে এসো মাটিতে !
এ মাটির স্নিগ্ধ পরশে !
তোমার মনের ঠুংকো অহংকার,
 এক নিমিষে হবে বিলীন,
বেড়ে যাবে মানবতার শক্তি,
সতেজ হয়ে উঠবে তুমি
পা থেকে মস্তক পর্যন্ত !
নেমে এসো মাটিতে এক্ষনি,
বিলম্ব করোনা, নেমে এসো !
মুহূর্তে ছিটকে পড়বে ধ্বংসাস্তূপে !
রংঢং, পরিপাটি, বড় মানুষী
কিছুই থাকবে না, কিছুই থাকবে না !
থাকবে শুধু কলঙ্কিত জীবন-
চেতনাশূন্য মাংসপেশির বোঝা !


আরও সংবাদ

জরুরি হটলাইন