অহংকারী
উম্মে কুলসুম মুন্নী
অহংকারী ! নিজেকে সংযত করো !
নেমে এসো, নেমে এসো,
অহংকারের মগ ডাল থেকে,
শীঘ্রই নেমে এসো মাটিতে !
এ মাটির স্নিগ্ধ পরশে !
তোমার মনের ঠুংকো অহংকার,
এক নিমিষে হবে বিলীন,
বেড়ে যাবে মানবতার শক্তি,
সতেজ হয়ে উঠবে তুমি
পা থেকে মস্তক পর্যন্ত !
নেমে এসো মাটিতে এক্ষনি,
বিলম্ব করোনা, নেমে এসো !
মুহূর্তে ছিটকে পড়বে ধ্বংসাস্তূপে !
রংঢং, পরিপাটি, বড় মানুষী
কিছুই থাকবে না, কিছুই থাকবে না !
থাকবে শুধু কলঙ্কিত জীবন-
চেতনাশূন্য মাংসপেশির বোঝা !