• শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য হচ্ছেন নায়েব আলী জোয়ার্দ্দার নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করছে জেলা পরিষদ, সাশ্রয় হচ্ছে অর্ধেক টাকা ফরিদপুরের ডিসি ‘বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না’ ১৮ থেকে ২০ বছর বয়স থেকেই কেন নিয়মিত রক্তচাপ মাপা উচিত যে কারণে ডিবিতে এসেছিলেন মামুনুল হক অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত : ফাহমিদা খাতুন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ংকর তথ্য দ্রুত পদক্ষেপ নেওয়ায় আর্থিক লেনদেনের হাত থেকে রক্ষা পেলেন প্রায় ৩০০ অভিবাসী নারী-পুরুষ। করোনায় এক মাস পরে একজনের মৃত্যু

৪০ দিন আগেও প্রস্তুত নয় বিশ্বকাপের ভেন্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ২৭
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ জুন দুই দেশের ৯ ভেন্যুতে শুরু হবে ধুমধারাক্কার বিশ্ব লড়াই।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হওয়ার বিশ্বকাপের ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে হওয়ার কথা ৮টি ম্যাচ।

উদ্বোধনের পর দিন অর্থ্যাৎ ৩ জুন মাঠে গড়ানোর শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। আর ১০ জুন এ ম্যাঠে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এক দিন আগে এ মাঠে হবে পাকিস্তান-ভারতের মহারণ।

যুক্তরাষ্ট্রে এটি ক্রিকেটের প্রথম স্টেডিয়াম। নাম দেওয়া হয়েছে, মডিউলার স্টেডিয়াম। তবে সম্প্রতি এ স্টেডিয়ামের কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায় স্টেডিয়ামের গ্যালারিতে কাজ চলমান। আর ঘাসের কোনো চিহ্ন মাঠে। বিশ্বকাপ শুরুর ৪০ দিন আগেও শেষ হয়নি স্টেডিয়ামের নির্মাণ কাজ। যদিও এটি স্থায়ী স্থাপনা নয়।

চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্থাপনা। তাই এ ধরণের স্টেডিয়াম তৈরি করতে তুলনামূলক অনেক কম সময় লাগে।

এ জন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফেব্রুয়ারিতে শুরু হয় এর নির্মাণ কাজ। গত মার্চে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে লাগানো হবে মাঠের ঘাস। আর কাজ শেষ হওয়ার কথা ৬ মে। আর প্রথম ম্যাচের সপ্তাখানেক আগে হবে ‘টেস্ট ইভেন্ট’।

এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছিলেন, ‘আমরা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিউইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত।’


আরও সংবাদ