নাটোরের নলডাঙ্গায় আয়শা সিদ্দিকা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়শা সিদ্দিকী বাঁশিলা মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমান মন্টুর স্ত্রী। তিনি নাটোর এনএস কলেজের স্নাতক ফাইনাল বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মিজানুর রহমান তার স্ত্রী আয়শা সিদ্দিকী ও তার এক সন্তানকে বাড়িতে রেখে বিদ্যালয়ে যায়। সাড়ে ৮টার দিকে পরিবারের অন্য সদস্যরা গৃহবধূর আয়শা সিদ্দিকীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আয়শা সিদ্দিকী।
নলডাঙ্গা থানার ওসি মনোরুজ্জামান কে বিষয়টি নিশ্চিত করে বলেন, গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কয়েকদিন ধরে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।