• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

করোনায় এক মাস পরে একজনের মৃত্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৯
শনিবার, ১৮ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশে এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ১৮ এপ্রিল করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন ১৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ করোনা শনাক্ত হওয়া ১১ জনের সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে নমুনা জমা দিয়েছেন। এ সময় করোনা সন্দেহে ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৬।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৫ জন।

বাংলাদেশে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১-কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর গত বছরের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আরও সংবাদ

জরুরি হটলাইন