• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

ঝিনাইদহে এক প্রার্থীর বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ অপর প্রার্থীর

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৫
শনিবার, ৪ মে, ২০২৪
ঝিনাইদহে এক প্রার্থীর বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ অপর প্রার্থীর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের বিরুদ্ধে ভোটারদের মধ্যে কালোটাকা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আরেক চেয়ারম্যান প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ। তিনি দাবি করেন, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং ও ব্যানার-পোস্টার টাঙাচ্ছেন।

দোয়াত–কলম প্রতীকের প্রার্থী জে এম রশিদুল আলম। অভিযোগে তিনি বলেন, ‘মিজানুর ঝিনাইদহ শহরের একজন চিহ্নিত দুর্নীতিবাজ ঠিকাদার। এ ছাড়া তিনি প্রতিবছর বিভিন্ন পণ্য মজুত করে কালোটাকা আয় করেছেন। সেই কালোটাকা এখন ভোটারদের মধ্যে বিলি করছেন। ইতিমধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা হাতেনাতে মিজানুরকে এক সমর্থককে টাকাসহ আটক করেন। নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে টাকা দিচ্ছেন। এতে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে।’

এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ভোট কেনার কোনো প্রশ্নই ওঠে না। সব মিথ্যা কথা। কোনো ভোটারকে টাকা দেওয়া হয়েছে—এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। তাঁর নামে মিথ্যাচার করা হচ্ছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন