ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের সমর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ মে) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের গাবখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ শিশুসহ ৭ জন আহত হয়েছে।
আহতরা হলেন, জাকির তালুকদার (৪৫), মনির তালুকদার (৩৫), বাপ্পারাজ (২৮), সুমি বেগম (২৬), জাকারিয়া (৩) সহ ৭ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম।
নুরুল আমিন খান সুরুজের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খান আরিফুর রহমানের আনারস প্রতীকের পক্ষে প্রচারে অংশ না নিয়ে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রচারে অংশগ্রহণ করায় তারা আমাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির তালুকদার ও জাকির তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। বাকিদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর আগে গত ১৪ মে আমাদের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে তারা।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের নুরুল আমিন খান সুরুজ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করেছে। আমার নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ না করলে বাড়ি ঘরছাড়া করার হুমকি দিচ্ছে।
অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, আমি সেখানে ছিলাম না। কারা এ হামলা করেছে তা আমি জানি না।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।