• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৫
শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর চকবাজার ইসলামবাগে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগের বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শফিকুলের চাচা হাজি মো. বাদল বলেন, তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকেন। ইসলামপুরে তাদের কাপড়ের ব্যবসা রয়েছে।

তিনি আরও বলেন,

শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে ছাদে বাতাস খেতে গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় শফিকুল। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন