• শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য হচ্ছেন নায়েব আলী জোয়ার্দ্দার নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করছে জেলা পরিষদ, সাশ্রয় হচ্ছে অর্ধেক টাকা ফরিদপুরের ডিসি ‘বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না’ ১৮ থেকে ২০ বছর বয়স থেকেই কেন নিয়মিত রক্তচাপ মাপা উচিত যে কারণে ডিবিতে এসেছিলেন মামুনুল হক অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত : ফাহমিদা খাতুন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ংকর তথ্য দ্রুত পদক্ষেপ নেওয়ায় আর্থিক লেনদেনের হাত থেকে রক্ষা পেলেন প্রায় ৩০০ অভিবাসী নারী-পুরুষ। করোনায় এক মাস পরে একজনের মৃত্যু

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ২৩
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে ফেরা-না ফেরা নিয়ে নাটকীয়তা এখনও চলছে। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত বদলাতেও সময় নেননি তিনি।

এরপর সেপ্টেম্বরে জাতীয় দলে ফিরেও আসেন তিনি। তবে এক ম্যাচ খেলার পর থেকেই দলের বাইরে তিনি। বাদ পড়েন ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও। এখন জাতীয় দলে তামিম আর ফিরবেন কি না এই প্রশ্নই দেখা দিচ্ছে সবচেয়ে বেশি।

দেশসেরা এই ওপেনারের গত বছর থেকে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না তা নিয়ে। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও জানে না তামিম টাইগারদের হয়ে আর ফিরবেন কি না।

এর আগে খবর এসেছিল বোর্ড প্রেসিডেন্ট ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। তবে কাঙ্খিত সেই বৈঠক এখনও অনুষ্ঠিতই হয়নি।

 

তবে এবার তামিমের ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ সেরা এই ওপেনারের জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানিয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, ২০২৫ সালে জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। তিনি বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

তবে জাতীয় দলে না থাকলেও ক্রিকেটের সাথেই আছেন তিনি। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপাও এনে দিয়েছেন তিনি। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি।

এর আগে মার্চের ১০ তারিখ বিসিবির সঙ্গে বৈঠকে বসেন তামিম। সেই বৈঠকের ফল অবশ্য এখনও জানা যায়নি। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, ‘আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।’


আরও সংবাদ