• বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

বৃষ্টির প্রার্থনায় অঝোরে কাঁদলেন রাঙামাটির মুসল্লিরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৪
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রচণ্ড খরা ও তীব্র গরম হতে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনায় সালাতুল ইসতিসকার আদায় করলেন রাঙামাটিবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সুন্নি ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় জানাজা প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ পরিচালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার সভাপতি মাওলানা মুস্তফা হেজাজী।

নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন।

 

নামাজ শেষে শফি উল আলম আল কাদেরী বলেন, পৃথিবীর ও সারা বাংলার মানুষ যেন শান্তি পায় সে জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করেছি।

নামাজ পরিচলানা শেষে মাওলানা মুস্তফা হেজাজী বলেন, আল্লাহর রহমতের আশায় সালাতুল ইসতিসকা আদায় করেছি। আশা করি আল্লাহ আমাদের নামাজ কবুল করে আমাদের দেশের প্রশান্তির বৃষ্টির পানি নাজিল করবেন।


আরও সংবাদ