• রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৯
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস, গ্রামীণ সড়ক ও মহাসড়কের পাশে বৃক্ষরোপণ শুরু করেছে উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মিশনের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে সারাদেশে চলমান তাপপ্রবাহ যেন ভবিষ্যতে আর না হয় সে লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে উপজেলা ছাত্রলীগ। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস গ্রামীণ সড়ক পুকুর, দীঘি ও বিভিন্ন জলাশয়ের পাড়ে এই বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের এই কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মিশন বলেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ উপজেলার বৃক্ষরোপণ উপযুক্ত সকল স্থানে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে।

এরই অংশ হিসেবে আজ সারাদিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস ও সড়কে বৃক্ষরোপণ করা হয়। পর্যায়ক্রমে আমরা উপজেলার আনাচে-কানাচে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব।


আরও সংবাদ