• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কায়েস এবং সাধারণ সম্পাদক রিয়েল সরকার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৭
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

     মোঃ মোমিন ইসলাম
প্রতিনিধি,নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৮ মার্চ রাত৷ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের ছাত্র রাসেদুল ইসলাম রিয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় । দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি এই ঘোষণা হওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা যায়। এ সময় উচ্ছাসিত কর্মীরা একটি আনন্দ রেলি বের করে।র‍্যালিটি বঙ্গবন্ধু হল থেকে শুরু হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ,কেন্দ্রীয় লাইব্রেরী, জয় বাংলা ভাস্কর্য এবং ভিসি ভবনকে প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের কাছে এসে শেষ হয়।

উল্লেখ্য যে কমিটিতে সভাপতি আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সহ মোট ৫২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয। এতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ছাত্রলীগের এই কমিটির মূলত এক বছরের জন্য ঘোষণা করা হলেও তার নতুন কমিটির রূপ নিতে লেগেছে ৭ বছর। জানা যায় কত বছর ৪ জুলাই নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পাবলিকদের পর ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহবানে নতুন কমিটির উদ্দেশ্যে এক কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভার দীর্ঘ ৬ মাস পর ঘোষিত হল আজকের এই নতুন কমিটি এতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা বিরাজ করছে।


আরও সংবাদ