• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৫
বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সারাদেশের ন্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ,জাতীয় পার্টি,বিএনপি সহ সহযোগী সংগঠন বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদের আত্নার প্রতি মাগফিরাত কামনা,দোয়া অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকল সরকারি আঁধা-সরকারি, বে-সরকারি,স্বায়ত্বশাসিত ভবন দোকান ও ব্যাক্তি মালিকানাধীন বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বালিয়াডাঙ্গী উপজেলা ক্রিয়া পরিষদ মাঠে বালিয়াডাঙ্গী থানার এস আই শামিম এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা, উপজেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস,বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মার্চপাস সহ ডিসপ্লে পরিবেশন করেন এবং পরে খেলাধুলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা: আফছানা কাওসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যালেন-১ মোছা:আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি মোঃ জুলফিকার আলি, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওসার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ জুলফিকার আলি, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু,সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান শামিম,কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক, সফিউল আলম কায়সার, সাংবাদিক, মোঃ আব্দুস সবুর ,সহ বালিয়াডাঙ্গী উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন এ সময় উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা পুরুস্কার ও ইফতার বিতরণ করা হয়।

 


আরও সংবাদ