• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর? কুড়িগ্রামে ব্রিজ ভেঙে দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন আ. লীগ নেতা বললেন, ‘ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে,, সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান । এটি হত্যা না আত্মহত্যা? মেলান্দহে প্রবাসীর স্ত্রীর মরাদেহ উদ্ধার। এমপি রমেশকে হুমকি দিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক । সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস । ফ্রান্সে হলোকাস্ট মেমোরিয়ালে হামলা, মাখোঁর তীব্র সমালোচনা মতামত দেশে ‘ভালো মানুষের’ সংখ্যা এত বেশি কেন

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যা করার প্রয়োজন তাই করা হবে- নির্বাচন কমিশনার

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৩৭
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নরসিংদী জেলা থেকে সাদ্দাম উদ্দিন রাজ

আমাদের একটাই উদ্দেশ্য নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে যা করার প্রয়োজন তাই করা হবে বলে বলেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের একটাই উদ্দেশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে হবে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে যা প্রয়োজন তার সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়, সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্টদের নয় বলেও তিনি জানান।
এ সময় পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‌্যাব ও ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্তগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


আরও সংবাদ