• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা সোনার দাম আরও বেড়েছে, ভরি এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরত দিতে কমিটি গঠন গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল ধোনির ১১০ মিটার ছক্কাই চেন্নাইয়ের বিদায়ের কারণ সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

পাকিস্তানে নতুন সরকার গঠনের পরই প্রেসিডেন্ট নির্বাচন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪২
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানে নির্বাচনের পর দুই সপ্তাহের বেশি সময় পার হয়েছে। এখনও দেশটিতে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। এবার জানা গেছে দেশটিতে কবে হবে নতুন সরকার গঠন আর প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী ২ মার্চের মধ্যেও এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন হবে। এভাবে পরিকল্পনা নিয়েই আগাচ্ছে পিএমএল-এন ও পিপিপি জোট।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী পিএমএল-এন ও পিপিপি জোট সিনেট নির্বাচনের আগে ৯ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করছে। সংবিধানের ৪২(৫) ধারা অনুসারে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ফলে ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

পিএমএল-এন ও পিপিপি জোট ও তাদের অংশীদাররা বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগে আগামী ৮ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাই। সরকার গঠনে সম্মত এ জোট গত মঙ্গলবার জানায় তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট ও শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী করতে সম্মত হয়েছে।

পাকিস্তান পিপলস পার্টির সিনেটর এইচ নায়েক বলেন সংবিধান অনুসারে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এর মানে আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

 


আরও সংবাদ