• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা সোনার দাম আরও বেড়েছে, ভরি এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরত দিতে কমিটি গঠন গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল ধোনির ১১০ মিটার ছক্কাই চেন্নাইয়ের বিদায়ের কারণ সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

হিলিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৯
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নুরুজ্জামান হোসেন
   হিলি দিনাজপুর

দিনাজপুরের হিলিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পরপরই ভটভটির চালক পালিয়ে যান।

শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে হিলি বিরামপুর সড়কের বটতলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ধিমান কুমার ঘোষ( ৩০) পিতা ধিরাজ কুমার ঘোষ সহকারি খাদ্য কর্মকর্তা সাং কুমার পাড়া নবাবগঞ্জ । অপরজন তাঁর বন্ধু। তবে, তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর বিরামপুরের দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি নওঁগা নিয়ামতপুরে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরামপুর অভিমুখে যাচ্ছিল। গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলটি হিলি বিরামপুর সড়কের বটতলি নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনা স্থলেই প্রান হারান।

বিগত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারনে সড়কের পিচ গলে যাচ্ছে। এতে যানবাহনের চাকা গলানো পিচে আটকে যায়। এ কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 


আরও সংবাদ