• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা সোনার দাম আরও বেড়েছে, ভরি এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরত দিতে কমিটি গঠন গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল ধোনির ১১০ মিটার ছক্কাই চেন্নাইয়ের বিদায়ের কারণ সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

অর্থ আত্মসাতের মামলায় রাজুর জামিন বাতিল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২৩
বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামি জিল্লুর রহমান রাজুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (২৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী নাসিম উদ্দিন মো. বায়েজিদ বলেন, আসামি আপোষের শর্তে জামিন নিয়েছিল। কিন্তু সে আদালতের শর্ত না মেনে বাদীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেন। সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ আসামির জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্য পণের পাইকারি ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলামকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিনভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ইলেকট্রনিক ও লাইটিং সামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। এ মামলার পর রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত বছরের ৬ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।


আরও সংবাদ