• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৪
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন জেলার কসবা উপজেলার কুটি এলাকার আমিন উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, গত একমাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেপ্তারের পর জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন