• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা সোনার দাম আরও বেড়েছে, ভরি এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরত দিতে কমিটি গঠন গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল ধোনির ১১০ মিটার ছক্কাই চেন্নাইয়ের বিদায়ের কারণ সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

কালবৈশাখী হতে পারে ৮ বিভাগে, ৩ দিনের সতর্কবার্তা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮
বুধবার, ৮ মে, ২০২৪
কালবৈশাখী হতে পারে ৮ বিভাগে, ৩ দিনের সতর্কবার্তা

দেশের আট বিভাগে আগামী ৭২ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার বিকেলে এ সতর্কবার্তা জারি করা হয়। এ ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে।

আজ বিকেল চারটায় এই সতর্কবার্তা জারি করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের আট বিভাগে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী হতে পারে। এ সময় তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকতে পারে। তবে স্থানীয়ভাবে দু-এক স্থানে তাপমাত্রা বাড়তে পারে।

দেশে সবচেয়ে বেশি কালবৈশাখী হয় মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়া বজ্রঝড়কে কালবৈশাখী বলা হয়। এ ঝড়ের একটি বৈশিষ্ট্য, এ সময় বজ্রপাত হয়। আবার শিলাবৃষ্টিও হয়।

এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের মোটামুটি শুরু থেকে বৃষ্টির ধারায় ফেরে দেশ। গত রোববার থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। আবহাওয়াবিদদের কথা, এটা প্রাক্‌–মৌসুমি বায়ুর সময়। এখন বৃষ্টি হবে আবার গরম পড়বে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এমন বৃষ্টিতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যায়নি। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও সংবাদ