• সোমবার, ২০ মে ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের, দুর্ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে উদ্ধারদল রাঙামাটিতে চলছে ইউপিডিএফের আধাবেলা অবরোধ দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পায়ুপথে ব্রাশ দিয়ে বখাটেদের নির্যাতন বিচারক থেকে প্রেসিডেন্ট, কে এই রাইসি জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত: হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মাগুরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রকৌশলী নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম

ধনবাড়ীকে মাদক মুক্ত করার লক্ষ্যে সাধারণ জনগণের মানববন্ধন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০
সোমবার, ৬ মে, ২০২৪

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে
মাদক ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে গতকাল পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দশটায় ধনবাড়ী পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড তথা ধনবাড়ীর সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এসময় পৌরসভার শত নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে স্হানীয় বক্তারা বলেন মাদক একটি পরিবারের জন্য অভিশাপ। মাদকের আগ্রাসন এখনই রোধ করতে না পারলে যুব সমাজের পাশাপাশি প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে যাবে। বক্তব্যে বিভিন্ন বক্তরা পৌরসভার কালিপুর গ্রামে মাদকের আস্তানা গড়ে উঠেছে বলে দাবি করেন। বক্তব্যে প্রায় সবাই কালিপুরের জাহাঙ্গীরকে মাদক সম্রাট বলে উল্লেখ করেন। জাহাঙ্গীরের সাথে কালিপুরের জুলহাস,কয়াপাড়ার বেলাল এবং আব্দুল কুদ্দুস কেও অভিযুক্ত করা হয়।

এছাড়াও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা মাদকের সাথে সরাসরি জড়িত বলে উল্লেখ করেন। বক্তরা মাদক নির্মূলে ধনবাড়ী উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। প্রধান বক্তার বক্তব্যে ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল বলেন, ধনবাড়ীতে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আধুনিক পৌরসভা গঠনে ধনবাড়ী পৌরবাসী যে কোন অন্যায় রুখতে সবসময় সচেতন থাকবেন। তিনি বলেন মাদক যে কোন উন্নয়নের প্রধান অন্তরায়।যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ।তাই প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের হাত পা গুড়িয়ে দিতে হবে। উৎখাত করতে হবে মাদকের সকল আস্তানা। সেই সাথে মাদকের গডফাদার খুঁজে বের করে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বক্তব্যে ধনবাড়ী থানাপুলিশ এবং উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন । কয়াপাড়ায় মানববন্ধন শেষে মিছিল নিয়ে মানববন্ধনকারীরা ধনবাড়ী বাসস্ট্যান্ডে পুনরায় মানববন্ধন করেন এবং সেখান থেকে ধনবাড়ী উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি জমা দেন । স্বারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন এবং পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড সহ ধনবাড়ীর জনগণ। এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন ,’মাদকের বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স জানিয়েছি । মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যারাই জড়িত থাকবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি আরো বলেন,
ধনবাড়ী উপজেলাকে একটি মাদক মুক্ত উপজেলা হিসেবে দেখতে হলে প্রশাসনের পাশাপাশি স্হানীয় জনগণকেও সচেতন হতে হবে। এপ্রিল মাসের আইন শৃঙ্খলা মিটিং এ মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ মাদকের বিরুদ্ধে তিনি সবার সাথে একাত্মতা প্রকাশ করেন ।


আরও সংবাদ