• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৩ দশমিক ৯৮ শতাংশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৫
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন মোট ৫০ হাজার ৭৬১ জন যা মোট পরীক্ষার্থীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন৷ ৩০ নাম্বারের বেশি পেয়ে পরীক্ষায় পাশ করেছেন ৫০ হাজার ৭৬১ জন, যা অংশগ্রহণকারী মোট ভর্তি-ইচ্ছুর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ৩০ নাম্বারের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন৷ বিভিন্ন কারণে মোট ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। এছাড়া এবার পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২১ হাজার ২০৮ জন ভর্তি-ইচ্ছুক।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭ দশমিক ২৫। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। মারুফের গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ২ জন। তাছাড়া ৭০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪ জন, ৬৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ২০ জন, ৬০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪৮ জন, ৫৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৪৪৯ জন, ৫০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ২ হাজার ২২, ৪৫ নম্বর কিংবা উপরে পেয়েছেন ৬ হাজার ৭১৬, ৪০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ১৬ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী। ৩৫ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৩১ হাজার ২১৭ জন শিক্ষার্থী। ৩০ নম্বর কিংবা তার উপরে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী।


আরও সংবাদ

জরুরি হটলাইন