• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

ঈদে বাসের ছাদে যাত্রী নেওয়া যাবে না

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪২
শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ঈদযাত্রা উপলক্ষে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যানজট নিরসনে এ যাত্রীদের নিরাপত্তার সুবিধার্তে বিআরটিএ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।বিআরটিএ বলছে, পবিত্র ঈদুল ফিতরে পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগে তিন দিন ও ঈদের পরের তিন দিন ট্রাক, ভাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে; তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবহানসমূহ এর আওতামুক্ত থাকবে; টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।


আরও সংবাদ