• সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মাসুদ রানার যোগদান শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন । মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা সোনার দাম আরও বেড়েছে, ভরি এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরত দিতে কমিটি গঠন গাজীপুরের শ্রীপুর উপজেলা ইসির সিদ্ধান্ত স্থগিত, প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বহাল ধোনির ১১০ মিটার ছক্কাই চেন্নাইয়ের বিদায়ের কারণ সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

জাফলংয়ের বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২৪
শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নুরুল আলম গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি।
বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) বিকেলে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন।

বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেরগুল গোসাই এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামাল হোসাইন, জাফলং বল্লাঘাট পাথর ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মো. মাহফুজুর রহমানের বিগত দিনের কার্যকলাপ নিয়ে প্রশংসা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।


আরও সংবাদ