• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

এবার ঘুচবে তো রিয়াদ-মুশফিকের আক্ষেপ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৮
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ—দেশের ক্রিকেটের দুই বড় নাম। আবার সম্পর্কে তারা ভাইরাভাই। তবে আরও একটি জায়গা মিল রয়েছে দুজনের।

এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জেতা হয়নি এই দুই তারকার। এবারও ফাইনালে উঠেছে তাদের দল ফরচুন বরিশাল। এবার কি মিটবে দুজনের শিরোপা জিততে না পারার আক্ষেপ?

পরিসংখ্যান বলছে শিরোপা জয়ের ক্ষেত্রে মাশরাফী-সাকিব যতটা ভাগ্যবান, ঠিক ততটাই দুর্ভাগা রিয়াদ-মুশফিক। দশ মৌসুমে নয়বার দল পাল্টেও শিরোপা জিততে পারেনি মুশফিক। অন্যদিকে ছয়বার দল বদলালেও ভাগ্য বদলাতে পারেননি রিয়াদ।

পঞ্চপাণ্ডের সাকিব, মাশরাফী ও তামিম পারলেও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপা জেতা হয়নি মুশফিক-রিয়াদের। তবে এবার সেই শিরোপাখরা ঘোচানোর সুবর্ণ সুযোগ দুজনের সামনে। ১ মার্চ (শুক্রবার) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে বিপিএলের দশম আসরের ফাইনালে লড়বে বরিশাল। এ ম্যাচ জিতলে ক্যারিয়ারের শেষ সময়ে শিরোপা জয়ের আনন্দে মাতবেন দুই তারকা।


আরও সংবাদ