• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

কেউ জানেনা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৬
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কেউ জানেনা
-উম্মে কুলসুম মুন্নি

কেউ জানেনা – কখন যে কার
কোন অনলে মন পুড়ে যায়
পরের কি আছে ঠেকা
চোখের জলে গাল ভেজাতে –
আপন থাকতে নিত্য কাছে!
জোশের জ্বালায় হুঁস হারিয়ে
নিজে চুল নিজে ছিঁড়ি !
ভুলে থাকি জীবনগাথা
নকশিকাঁথা সুঁইয়ের ফোঁড়,
কত তালি- কত ছেঁড়া
সোহাগ করে দেয় জোড়া,
সেসব এখন গল্প বলা
এখন সময় আরাম খোঁজা।
কথার পেঁচে ব্যথা জমে
নিজের শেকড় নিজে কাটে।
সম্পর্ক সব দুধের মাছি
নিজে খাই নিজে বাঁচি।


আরও সংবাদ