• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

মিথ্যাচারের প্রতিবাদে পাংশায় শ্রমীক দলের সাংবাদিক সম্মেলন ও র‍্যালি

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী)
রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী) / ২৮
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী): 
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ র‍্যালি ও নবগঠিত কমিটি নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ৮ টায় নবগঠিত পাংশা উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ আনন্দ র‍্যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৮ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আঃ গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এক পত্রে পাংশা উপজেলা শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে মো. আনসার আলী বিশ্বাসকে সভাপতি ও মো. সোবাহান মিয়াকে সধারণ সম্পাদক করা হয়।

নবগঠিত এ কমিটি বাতিল ঘোষণার দাবিতে উপজেলা শ্রমিক দলের সাবেক নেতাকর্মীরা গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। তারই প্রেক্ষিতে উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আয়োজনে আনন্দ র‍্যালি ও গঠিত কমিটিকে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর শহরের আজিজ সরদার বাসষ্ট্যান্ড থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আব্দুল মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া বলেন, আমি আমার রাজনীতি জীবরেন শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতি করে আসছি। আওয়ামী লীগের দির্ঘ ১৭ বছরের শাসন আমলে অনেক হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘ পাঁচটি বছর ঢাকায় বসবাস করেছি। পাংশা উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কখনো কোনদিন আওয়ামী লীগের কোন মিছিল মিটিংয়ে যায়নি এবং আওয়ামী লীগের রাজনীতি করিনি।

তিনি আরো বলেন, এসব মিথ্যা অপপ্রচারে লিপ্ত না হয়ে। আসুন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন