রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):
রাজবাড়ীর কালুখালীর বানজানা গ্রামে দির্ঘদিন অসুস্থ্য থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) নিজ ঘরে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে সুখচাঁদ শেখ (৪৭) নামে এক ব্যাক্তি।
সে ওই এলাকার মৃত আহমেদ শেখ এর ছেলে।
জানা যায়, সুখচাঁদ দির্ঘদিন জ্বর ও পেট ব্যাথায় ভুগছিলেন।
বৃহস্পরিবার পরিবারের লোকের অগোচরে নিজ ঘরে কিটনাশক (বিষ) পান করেন। পরে বিষয়টি জানাজানি হলে তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।