রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে রায়হান শেখ নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৩.৪৫ টায় উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান শেখ বাবুপাড়া ইউপির বৌ বাজার এলাকার মালয়েশিয়া প্রবাসী রাসেল শেখ এর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে শিশু রায়হান শেখ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৩.৪৫ এর দিকে প্রতিবেশী বাচ্চু শেখ এর স্ত্রী আলেয়া আক্তার পুকুরের পানিতে রায়হান এর লাশ দেখতে পেলে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক শরিফুল ইসলামএর কাছে নিলে তিনি রায়হানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পাংশা থানার একটি সাধারন ইডি মামলা হয়েছে।