রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এস, এম আবু দারদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন, কসবাজাইল ইউপি চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহমুদ, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম ও মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ জিন্নাহ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, মোক্তার হোসেন, রতন মাহমুদ, এস,কে পাল সমীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,কে আজাদ।
এসময় বক্তাগণ পাংশা উপজেলার মাদক, চুরি, মারামারি সহ আইন-শৃঙ্খলার অবনতি হয় এসকল বিষয় নিয়ে আলোচনা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা থাকলে আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে সমূলে উৎপাটন করা যাবে। সম্প্রতি পাংশার পাট্টাতে যুবদল কর্মীকে গুলি করার ঘটনায় আসামী গ্রেফতার হয়েছে এবং বাকি আসামি গ্রেফতারে পুলিশ তৎপর আছে। মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার এস, এম আবু দারদা সভার সমাপ্তি ঘোষণা করেন।