• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হারুনকে বিজিবির আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪২
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাঙামাটির লংগদুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ওসমান হারুনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) সকালে বিজিবির রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আহত হারুন ঢাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম শ্রেণির ছাত্র। তিনি পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সোনারগাঁও গ্রামের মো. মানিকের ছেলে।

জানা যায়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ৪ আগস্ট উত্তরার রাজলক্ষী এলাকায় সহপাঠীদের সঙ্গে আন্দোলনে অংশ নেয় হারুন। এ সময় তার বাম হাতের সোল্ডারে এসে লাগে একটি বুলেট। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

ওসমান হারুনের উন্নত চিকিৎসা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে বিজিবি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শনপূর্বক বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতোমধ্যেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন