• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন, টোল নেওয়ার কেউ নেই

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১৭
রবিবার, ১১ অগাস্ট, ২০২৪
ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই দীর্ঘসময় যান চলাচল বন্ধ ছিল। তবে অনানুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে ঢাকা এক্সপ্রেসওয়েতে। টোল প্লাজায় কেউ না থাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে।

শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, বেশিভাগ গাড়ি বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও খোলা আছে দুই একটি পয়েন্ট। কিন্তু চেক পয়েন্টে নেই কোনো মানুষ। ফলে টোল ছাড়াই চলাচল করছে গাড়িগুলো।

তিন-চার দিন আগেও অনিয়মতান্ত্রিক উপায়ে এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান চলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। কিন্তু শুক্রবার (৯ আগস্ট) নির্ধারিত নিয়ম মেনে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও করতে দেওয়া হয়নি।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক  প্রতিদিন খবর  সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক প্রতিদিন খবর কর্তৃপক্ষের নয়। ]


আরও সংবাদ

জরুরি হটলাইন