জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত নড়াইলের লোহাগড়ায় অবস্থিত ফরহাদের বাসায় এই হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি প্রতিদিন খবর কে জানান, ঘটনার সেই মুহূর্তে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাসার সামনের ফটক ভেঙে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাসার কেয়ারটেকার তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। ভাঙচুর ও লুটপাটের কিছুক্ষণ পর হামলাকারীরা চলে যায় বলে জানান এই রাজনীতিবিদ।
বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট। শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে এই জোট।
এদিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
রোববার (৪ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, হামলা-মামলা, মানুষ মেরে গদি রক্ষা করা যাবে না। অবিলম্বে জনতা ও ছাত্রদের দাবি মেনে নিন। অন্যথায় ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে তার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।