• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫০
শনিবার, ১৮ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিকের নাম আফজাল হোসেন (৫২) ও আমির হোসেন (৫৫)। আফজাল হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। আমির হোসেন একই গ্রামের আয়নাল হকের ছেলে।

বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে ওই দুই কৃষিশ্রমিক মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পারভেজ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন