বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিধান নিশ্চিতে অভিযান চালাচ্ছেন চাঁদপুর জেলা পুলিশ। আর এই অভিযানের নেতৃত্বে রয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (১৮ মে) বাসস্ট্যান্ডে জেলা পুলিশের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন শাখার আয়োজনে তিন দিনব্যাপী এই বিশেষ অভিযানের সূচনা করেন পুলিশ সুপার।
মোটরসাইকেল আরোহীদের সঙ্গে কথা হলে তারা জানান, চাঁদপুরে মোটরসাইকেল আরোহনকারীদের হেলমেট পরিধান নিশ্চিতে বিশেষ অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
‘নো হেলমেট নো ফুয়েল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাইক আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিতে পূর্ব ঘোষিত ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান করা হচ্ছে। এতে করে আমরা আরও সতর্ক হচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে না তাদের সাধুবাদ জানাচ্ছি। চলাচলে সড়কে দুর্ঘটনা রোধে প্রত্যেক মোটরসাইকেল আরোহীর সচেতনতা জরুরি। তাই মোটরসাইকেল চালকগণ অবশ্যই মাথায় হেলমেট পরিধান করতে হবে। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, ‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রতিপাদ্যকে স্মরণে রেখে মোটরসাইকেল আরোহীদের যেন জ্বালানি সরবরাহ করা হয়, সে বিষয়ে জ্বালানি সরবরাহকারী মালিক ও শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, চাঁদপুরের ট্রাফিক বিভাগের পরিদর্শক প্রশাসন মাহফুজ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।