ঢাকা কাস্টমস্ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে মিজান-লাভলু-বাশার পরিষদ প্যানেলের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে উত্তরা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী মো. মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. খায়রুল বাশার প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য প্রার্থী ও ব্যবসায়ীরা।
আলোচনা শেষে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর চলে নৈশভোজ। বক্তারা আগামী ৩০ তারিখের নির্বাচনে মিজান-লাভলু-বাশার পরিষদকে বিজয়ী করতে উপস্থিত ব্যবসায়ীদের অনুরোধ জানান।