• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

এলএলবি সনদ জালিয়াতির সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৮
শুক্রবার, ১৭ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

এলএলবি সনদ বিক্রি ও জালিয়াতির প্রতিবাদ এবং আইন প্রোগ্রামের স্বচ্ছতা নিশ্চিতসহ স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ চালুর দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন একজন বাংলা বিভাগের শিক্ষক দ্বারা আইন বিভাগ পরিচালিত হওয়ায় আইন বিভাগ কলঙ্কিত হয়েছে।

‘স্কুল অব ল’ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। এটা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই বঞ্চিত করতে পারে না।

এর আগে বাউবির এলএলবি সনদ জালিয়াতি নিয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্রতিবেদন প্রকাশ করে

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- এলএলবি (অনার্স) সনদ বিক্রি ও জালিয়াতির সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বার কাউন্সিল, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের কাছে বাউবি শিক্ষার্থীদের মান, পড়াশোনার মান ও সনদের মানের স্বচ্ছতা তুলে ধরতে হবে। স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ সর্বোচ্চ ১ মাসের মধ্যে চালু করতে হবে, এ দাবি বাস্তবায়ন উদ‌্যাগে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

তারা আরও দাবি করে, বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সকল এলএলবি সনদ ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের ক্ষেত্রে ভর্তি আবেদন থেকে শুরু করে পরীক্ষায় অংশগ্রহণের শীটের স্বাক্ষরসহ সব বিষয় যাচাই-বাছাই করতে হবে। অযোগ্য, দুর্নীতি অনিয়ম ঠেকাতে ব্যর্থ সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের ডিন জাহাঙ্গীর আলমকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত আধুনিক বাউবি গড়ার অঙ্গীকার করতে হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন