রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে অর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে দিনব্যাপী খারুভাজ নদীর বাছুরবান্ধা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলাধীন খারুভাজ নদী থেকে কৃষি চাষাবাদী জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ছ) লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় পৃথক ৭টি মামলায় ৭ জনকে ৩,৫০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
তারাগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন কৃষি জমি ক্ষতি ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।