গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ-গয়েশপুর রেল সেতু হেঁটে পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে দুজন নিহত হয়েছেন।
রোববার (১২ মে) বিকালে উপজেলার কাওরাইদ রেলস্টেশনের সুতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
কাওরাইদ রেলস্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনটি বিকেলে কাওরাইদ স্টেশন এলাকা পাড় হচ্ছিল। এ সময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পাড় হচ্ছিলেন দুই বৃদ্ধ। সেতুতে ওঠার পর তাদেরকে ট্রেন ধাক্কা দেয়। তারা সেতু থেকে সুতিয়া নদীর নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে নিহতের স্বজনেরা তাৎক্ষণিকভাবে একজনের মরদেহ নিয়ে যায়। অপরজনের মরদেহ সেতুর নিচে পড়েছিল অনেকক্ষণ। পরে তার স্বজনরা লাশ নিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।