• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি( দিনাজপুর) প্রতিনিধিঃ

৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ থাকাবে।

দেশের বৃহত্তম দিনাজপুরের হিলি স্থল বন্দরে ৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে পন্য আমদানি -রপ্তানি কার্যক্রম ৮মে বুধবার বন্ধ থাকবে । একই ভাবে পনামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড বন্দর অভ্যন্তরে পন্য লোড আনলোড সহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণসম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানান ৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় আগামী ৮মে একদিন সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে । ৯ মে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন বলে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ জানান।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন