• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

তীব্র গরমে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ, প্রতিদিন খবর

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৯
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

তীব্র গরমে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন প্রতিদিন খবরের পক্ষ থেকে রাজধানীর মিরাজিবাগ জুরাইন শনিআখরা যাত্রাবাড়ী মতিঝিল কমলাপুর রেলস্টেশন এলাকায় অসংখ্য মানুষকে ঠান্ডা পানি এবং স্যালাইন সরবত বিতরণ করা হয় ।

এই কর্মসূচি যতদিন গরম থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন খবরের পক্ষ থেকে দেওয়া হবে ঠান্ডা পানি স্যালাইন সরব ‌।এবং জনগনের সেবামূলক কাজ কর্মসূচি চলমান থাকিবে একথা জানিয়েছেন প্রতিদিন খবরের এস্টাপ রিপোর্টার মো,,, আমেনা বেগম ও দিন ইসলাম রনক এবং আরো জানিয়েছেন জনগনকে ঠান্ডা পানি শরবত স্যালাইন বিতরণ করা হয় তখন জনগণ খুশি মনে এই খাবার গ্রহণ করে । এবং অসংখ্য মানুষ হাসিখুশি দেখা যায়। তাই মানুষের হাসি দেখার জন্য পাশে দাঁড়াতে পেরে নিজেদের কাছে অনেক ভালো লাগে । এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আগামী দিনে আরো অসংখ্য মানুষের পাশে দাঁড়ানো ইচ্ছা জানি জানিয়েছেন আমেনা বেগম ও দিন ইসলাম রনক।


আরও সংবাদ

জরুরি হটলাইন