মোঃ নাজমুল হাসান,( ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ।
এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি ইউনুছ আলী আনন্দ প্রমূখ।