• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৩৮
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নুরুজ্জামান হোসেন
  হিলি দিনাজপুর

দিনাজপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে নিত্য পণ্যটির দাম কেজিতে ৫ টাকা কমেছে। ভারত থেকে আমদানি শুরু ও দেশীয় আলুর সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
২৩ এপ্রিল মঙ্গোলবার দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশী কাটিনাল জাতের আলু পাইকারিতে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কয়েকদিন আগে ছিল ৪৫ টাকা। এছাড়া প্রতি কেজি দেশী গুটি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ টাকা।
হিলি বাজারের আলু বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, ‘ঈদের পর থেকে আলুর বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে এখন দাম কমতে শুরু করেছে। ঈদ ও নববর্ষ উপলক্ষে হিলি সহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ ছিল। এছাড়া বেশির ভাগ কৃষক কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ করেছে ফলে চাহিদার তুলনায় বাজারে আলু সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। ঈদ ও নববর্ষ উপলক্ষে ছুটির পর আবারো আমদানি শুরু হয়েছে।

আলু ব্যাবসায়ী আতাউর রহমান বলেন,বৈশাখ মাসে কৃষকের বাড়ীতে মজুদকৃত আলু বাজারে আসবে তাই যেসব কৃষকের ঘরে আলু মজুদ আছে, তারা ঘর খালি করতে আলু বিক্রি শুরু করেছেন। এতে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে।
হিলি স্থলবন্দরের আমদানি কারক শাহিনুর রেজা শাহিন বলেন,আলুর মুল্যবৃদ্ধির কারন কৃষকের আলু গুলি কোল্ডস্টোরেজে রাখার কারনে বাজারে সরবরাহ কমে গেছে।ভারত থেকে যে আমদানি হচ্ছে তা তুলনা মুলক অনেক কম।সরকার যদি লং টাইম আই পি উন্মুক্ত করে দেন সকল আমদানি কারক আলু আমদানি করতে পারে এবং এর যে শুল্ক,কাষ্টম জটিলতা আছে তা যদি শিথিল করে তা হলে বাজার নিয়ন্ত্রন হবে বলে মনে করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন