মেহেদী হাসান, রানীশংকৈল,ঠাকুরগাঁও।
প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে র
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার কেন্দ্রিয় হাই স্কুল মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান ও প্রধান অতিথির ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে গেষ্ঠ অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের। স্বাগত বক্তা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
উল্লেখ্য প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় এবার ৫০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ স্টলগুলি পরির্দশ করেন।