চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় নুর জাহান বেগম (৬৪) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে আনোয়ারা-বরকল সড়কের শোলকাটা হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নুর জাহান উপজেলার হাইলধর ইউনিয়নের খাসকামা এলাকার শাহ আলমের স্ত্রী। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ বলেন দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেই।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়।
এ সময় কিছু মানুষ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। থানায় মামলার প্রক্রিয়া চলছে।