মেহেদী হাসান, রানীশনকৈল, ঠাকুরগাঁও
রানীশংকৈল কাতিহারে বিদ্যুৎস্পৃষ্টে পরক্ষিত চন্দ্র রায় (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত পরক্ষিত চন্দ্র রায় ৫নং বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের শিরেন চন্দ্র রায়ের ছেলে।সে নির্মাণ শ্রমিকের কাজ করত।
পারিবারিক সূত্রে জানা যায়,সকাল থেকেই কাতিহার হাট শ্যামরাই মন্দিরের পাশে একটি নবনির্মিত বাড়িতে কাজ করছিল পরক্ষিত । বাড়ির নির্মাণ কাজে ব্যবহারীত রড কাটার মেশিনের তারে সংযোগ দেয়ার সময় অসাবধানতা বসত সে নিজেই বিদুতের তারে স্পর্শ করে জড়িয়ে পড়ে। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোন বলেন এবিষয়ে থানায় ইউডি মামলার এজাহার জমা হয়েছে সূরত হাল শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে।