গত ২৮ জানুয়ারি প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন জাভি। এরপর থেকে বদলে বার্সেলোনা। টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ শনিবার দিবাগত রাতে কাদিজের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বার্সা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হবে বার্সা। এ জন্য মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দেন বার্সার কোচ। এর প্রভাব ছিল ম্যাচে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেলিক্স। এ জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে বার্সা। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফেলিক্সের প্রশংসাও করে জাভি বলেন, ‘ফেলিক্স খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে দারুণ একটি ম্যাচ খেলেছে।’ এ দিকে ম্যাচ জয়ের নায়ক ফেলিক্স বলেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। এই মাঠে খেলা সহজ নয়। কিন্তু আমরা পরিশ্রম করেছি এবং এই তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’
তবে ম্যাচটিতে আরও বেশি নিয়ন্ত্রণ রাখা ছিল মনে করেন ফেলিক্স, ‘আমরা প্রত্যাশার চেয়ে বেশি ভুগেছি। আমাদের আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’
নিজের পারফরম্যান্সের মূল্যায়নে পর্তুগিজ তারকা বলেন, ‘দলকে সাহায্য করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সেটা একাদশে থেকে হোক কিংবা বদলি হিসেবে নেমে হোক। তবে সব খেলোয়াড়ই শুরুর একাদশে থাকতে চায়। আমি আরও বেশি খেলতে চাই। কারণ, আমার ধারণা আমি দলকে সাহায্য করতে পারব। তবে এই সিদ্ধান্ত কোচের ওপর।