• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

আগুন্তুক প্রেমিক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৮
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

 

মোঃ নাজমুল হাসান

তুমি আমার জীবনে এক আগুন্তক প্রেমিক
স্বপ্নে তোমার সাথে দেখা
তারপর পরিনয় জগৎ সংসারে
তোমাকে নিয়ে সাজানো স্বপ্ন, সাজানো কত গল্প
তুমি আমার কত আপন, কত যে কাছে
তা কে আর জানে ? জানে মোর অন্তর জানে।
সব ভালোর মধ্যে মন্দ আমি, আমার যত দোষ
তাইতো মেলেনি অন্তরে অন্তরে পোষ।
এতদিন পর তাই এই বিদায় বেলায়
তোমাকে বিদায় দিতে কত কষ্ট আমার
তা শুধু আমার মন জানে।
তোমার অহংকারী বাচন, আমাকে সৈরাচারী করেছে
সমাজ আজ আমাকে সৈরাচারী বলবে
তা বলুক,,,তবুও কোন হৃদয়হীনাকে নিয়ে
মিথ্যা স্বপ্ন আর বুনতে চাইনা।

বসন্ত আসবে, বসন্ত যাবে প্রকৃতির নিয়ম
তোমাকে ছাড়া থাকতে পারবো না
এটা তো পৃথীবির সবথেকে মিথ্যা মনয়।
অপেক্ষা করবো না আর, যা ভালো আমার কাছে
তাইতো করবো আজো হাসি মুখে।


আরও সংবাদ

জরুরি হটলাইন