• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে বাবাকে খুন করলো ছেলে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৪৬
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলে সাজেদুল (২৮) কর্তৃক পিতা আকবর আলী ওরফে একাব্বর মেম্মার নামের একজন খুন হয়েছে। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জৌতইন্দ্রনারায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

গত বুধবার (০৬ এপ্রিল) সকাল ০৯.৩০ ঘটিকার সময় আকবর আলী ওরফে একাব্বর মেম্মার তার বাড়ীতে সাংসারিক কাজকর্ম করাকালে হত্যাকারী ছেলে সাজেদুল (২৮) এর সাথে ইরি ক্ষেতে সেচ (পানি) দেয়ার বিষয় নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। বাক বিতন্ডার একপর্যায়ে সাজেদুল (২৮) বাড়ীতে থাকা তরকারী কাটার ধারালো ছোড়া দিয়ে তার বাবা আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের পেটে হান দেয়। আকবর আলী ওরফে একাব্বর মেম্মার তার হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতে কাটা জখম হয়। সাজেদুল (২৮) পূনরায় উক্ত ছোরা দিয়ে আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের পেটে হান দেয়। সেই সময় সাজেদুল (২৮) এর মা সাহের বানু (৫২)সেখানে আসলে সাজেদুল তাকেও হান দিয়ে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে এসে সাজেদুলের হাত থেকে ধারালো ছোড়াটি উদ্ধার করলে হত্যাকারী সাজেদুল পালিয়ে যায়। স্থানীয় লোকজন জখমীদ্বয়কে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌছালে একই তারিখ বিকাল ০৩.২০ ঘটিকায় আকবর আলী ওরফে একাব্বর মেম্মার মৃত্যুবরন করেন এবং তার স্ত্রী সাহের বানু (৫২) বর্তমানে গুরুত্বর জখমী অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় সুত্রে জানা যায় যে, পারিবারিক ভাবে সাজেদুল (২৮) এর সাথে তার বাবা আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের সহ পরিবারের সকল সদস্যদের সাথে তার তেমন কোন সর্ম্পক নাই। সাজেদুল (২৮) এর উৎশৃংখল আচরনের কারনে তার স্ত্রী দুই সন্তান সহ গত ০২ বছর ধরে ঢাকায় থাকে। সাজেদুল (২৮) এর সাথে তার তেমন কোন যোগাযোগ নাই। সাজেদুল একজন মানুষিক বিকারগ্রস্থ বলেও এলাকার লোকজন জানায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ সাংবাদিকদের জানায় যে, ঘটনার পরপরই ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারি সাজেদুল (২৮)কে গ্রেফতার সহ হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছোড়া জব্দ করা হয়েছে। মৃত হেদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সাজেদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


আরও সংবাদ

জরুরি হটলাইন